ফেনী প্রতিনিধি : ফেনীর ছাগলনাইয়ায় শনিবার বিকেলে নবনির্বাচিত তিন সাংসদকে গণসংবর্ধনা দিয়েছেন জেলা আ.লীগ নেতা গনি আহম্মদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার, ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারি ও ফেনী-৩ আসনের সাংসদ জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।