ছাত্রলীগের ২৯তম সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক :

 

পায়রা ও বেলুন উড়িয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৯ তম সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এসময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

 

বিকেল চারটার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

 

সম্মেলন উপলক্ষে সকাল থেকেই সারাদেশ থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতে জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান।

 

বিভিন্ন সুত্র থেকে জানা যায়, এবারে সম্মেলনে অন্তত দুই প্রজন্ম আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত এমন পরিবারের সন্তানদের এবং বিভিন্ন সময়ে মাঠের রাজনীতিতে সক্রিয় মেধাবী ছাত্রদের হাতে এবার ছাত্রলীগের নেতৃত্ব তুলে দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *