নিউজ ডেস্কঃ শীর্ষ নেতৃবৃন্দকে ঘিরে ছবি তোলার অসুস্থ প্রতিযোগিতার কারণে শিবির ওছাত্রদলের নেতারা এখন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বড় নেতা হয়েগেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকমাহবুবুল আলম হানিফ। তিনি সুস্থ রাজনীতি পরিবর্তে এমন কমকাণ্ডে বিব্রতবোধ করছেন বলেও জানান। শনিবার (১১মে) দুপুর সাড়ে তিনটায় চট্টগ্রামের কাজীর দেউড়ি সংলগ্ন ইন্টারন্যাশনালকনভেনশন সেন্টারে দলের বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ মনাছির উদ্দীন দলের গঠনতন্ত্র উপেক্ষা করে ব্যানার, ফেস্টুনে বিভিন্ন নেতার ছাপানোরকড়া সমালোচনা করেন। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দেরহস্তক্ষেপ কামনাও করেন। এ প্রসঙ্গে হানিফ বলেন, অনকে সময় শীর্ষ নেতৃবৃন্দকে সাংগঠনিক ও সরকারি কাজেদেশের বিভিন্ন অঞ্চলে যেতে হয়। ওই সময় অনেক নেতাকর্মী ছবি তোলার জন্যআশপাশ ঘিরে ধরেন। এদের মধ্য সন্ত্রাসী ও অনুপ্রবেশকারী থাকে। তারা বিভিন্ন সুযোগেদলের বিভিন্ন দায়িত্ব ভাগিয়ে নিচ্ছে। অনেক ভূঁইফোঁড় সংগঠন করে চাঁদাবাজিসহ নানারঅপকর্ম করে আসছেন। তিনি দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীর জনক বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও তাঁর উপদেষ্টা সজীবওয়াজেদ জয় ছাড়া কারও ছবি দিয়ে ব্যানার, পোস্টার না ছাপানোর জন্য নেতা–কর্মীদেরআহ্বান জানান। অন্যথায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হবেও বলেও হুঁশিয়ারি…