চট্টগ্রাম ব্যুরো : পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার ১৮ নম্বর ব্রিজের উত্তরপাশ থেকে বুধবার (০২ মে) সকাল ৯টার দিকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
পতেঙ্গা থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খবরে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পাথরের ওপর পড়ে থাকা আনুমানিক ১৭ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণীর পরণে খয়েরি রঙের সালোয়ার কামিজ। তার শরীরে কোথাও তেমন আঘাতের চিহ্ন দেখা না গেলেও মুখে হালকা আঘাতের চিহ্ন আছে
মেয়েটির দুই চোখের উপরে ও হাঁটুতে হাল্কা আঘাতের চিহ্ন আছে। মুখের মধ্যে ফেনা ছিল। বিষক্রিয়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
তার নাম তাসপিয়া আমিন ওআর নিজাম রোড এলাকার বাসিন্দা সে সানসাইন গ্রামার স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিল, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান এসআই আনোয়ার।