সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :প্রকাশ- ১৩ নভেম্বর ১৬।

সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) পদে কর্মরত ৩১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ডিএমপির ওয়েবসাইটে ও নিউজ পোর্টালে এ তথ্য ও সংবাদ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, গত সোমবার সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ৩১ কর্মকর্তাকে বদলির আদেশ দেয়া হয়েছে। বদলির আদেশ পাওয়া সহকারী পুলিশ সুপারের মধ্যে খুলনার সার্কেল এএসপি বদিউজ্জামানকে ফেনীর সোনাগাজী মডেল থানায় সার্কেল হিসাবে পদায়ন করা হয়েছে।