ফেনী প্রতিনিধি :
না ফেরার দেশে চলে গেলেন ফুলগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান (৬৫) (ইন্নালিল্লাহি ওয়া…… রাজিউন)। (৪ জুন) রোববার দিবাগত রাত সাড়ে দশটার সময় ব্রাহ্মনবাড়িয়া জেলার নিজ বাড়িতে তিনি মারা যান।
ফুলগাজী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করে বলেন , মৃত্যুকালে তিনি দুই মেয়ে এক ছেলে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত বৃহস্পতিবার শারীরিক অসুস্থতা নিয়ে ফুলগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস হতে তিনি শেষ কর্মস্থল ত্যাগ করেন।
ফুলগাজী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমানের মৃত্যুতে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, উপজেলার শিক্ষক সমিতির সকল শিক্ষকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।