ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি :প্রকাশ- ১৩ নভেম্বর১৬।
দিনাজপুরের ফুলবাড়ীতে ইয়াবা ট্যাবলট ও প্যাথডিন ইঞ্জেকশনসহ ইউনুস আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড় ৯টায়, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের চকিয়াপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক ইউনুস আলী উপজেলার চকিয়া পাড়া গ্রামের মৃত গহিম উদ্দিনের ছেলে। এই ঘটনায় ফুলবাড়ী থানার এসআই আক্তার হােসেন বাদি হয়ে ওই দিন রাতে, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের বিশেষ ক্ষমতায় একটি মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার ওসি মাঃ মােকসেদ আলী বলেন, গােপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড় ৯টায়, উপজেলার কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাট সংলগ্ন চকিয়াপড়া নামক ¯ান অভিযান চালিয়ে, ২০টি ইয়াবা ট্যাবলেট ও ১৬টি প্যাথডিন ইঞ্জেকশন সহ ধৃত ইউনুস আলীকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *