নোয়াখালী সংবাদদাতাঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন যুবলীগ নেতা কাজল পাটোয়ারী কে গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যার চেষ্টা করেছে স্থানীয় জামাত -শিবির ক্যাডাররা। রবিবার দুপুরে কাজলের বাড়ীতে এ ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে অাশংকাজনক অবস্থায় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
সম্প্রতি একইভাবে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগকে হত্যার চেষ্টা করেছিল ওই সব শিবির ক্যাডাররা।
পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে ওই এলাকায় রাজনৈতিক বিরোধে কয়েকটি ঘটনা ঘটেছে। অপরাধি চিহ্নিত হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যহত অাছে।