ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার চর গনেশ গ্রামের প্রবাসী সাইফুর রহমানের স্ত্রী তানভিন সুলতানা জেবিন(২০) প্রেমিকের হাত ধরে উদাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শনিবার দুপুরে (২৪ আগস্ট) নিজ বাড়ী থেকে স্বামীর বাড়ী যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে সুজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে প্রেমিক আরমান হোসেনের হাত ধরে উদাও হয় প্রবাসীর স্ত্রী জেবিন।
এ ঘটনায় রবিবার সকালে জেবিন’র মামা জাহাঙ্গীর আলম বাদী হয়ে আরমান হোসেন, তার পিতা নিজাম উদ্দিন ও ভাই বাবুলের বিরুদ্ধে অপহরনের অভিযোগ দায়ের করেন। জেবিনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে স্বামী সাইফুর রহমান বলেন, পলায়নের আগের রাতেও তারা (জেবিন-আরমান) পরকীয়ায় লিপ্ত ছিল। সে রাতে তাদেরকে সামাজিকভাবে সতর্ক করে মুছলেকা নেয়া হয়েছিল।
সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, ঘটনার পর থেকে আরমান হোসেন ও এজাহার নামীয়রা পলাতক আছে। অভিযোগের ভিত্তিতে তার ভাই শিবলুকে আটক করা হয়েছে।