কাজী মিজানুর রহমান মিস্টারঃ
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের (শুক্কুরের দোকান সংলগ্ন) আজিজুল হক হাফেজের বাড়ির মাইন উদ্দিনের ছেলে মান্না (১২) ২০ এপ্রিল শুক্রবার সকাল ১০টার দিকে বজ্রপাতে নিহত হয়েছে।
মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু জানান, দৌলতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে মান্না নিহত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিনহাজুর রহমান বাংলারদর্পনকে জানান, নিহতের তথ্য প্রশাসনকে অবহিত করা হয়েছে। শীঘ্রই তার পরিবার সরকারি অনুদান পাবেন।