ফেনী প্রতিনিধি :
ফেনী শহরতলির আলোকদিয়া গ্রামের রাস্তা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ফেনী মডেল পুলিশ।
শুক্রবার (১ফেব্রুয়ারি) সকাল ৮টায় আলোকদিয়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফেনী মডেল থানা ওসি আবুল কালাম আজাদ জানায়, সকালে রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, কে বা কারা তাকে হত্যার পর লাশটি এখানে ফেলে গেছে। লাশের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে পরিচয় জানা যায়নি।