নিজস্ব প্রতিবেদকঃ
ফেনী জেলা জাতীয় পার্টির জরুরী সভায় দলের মধ্যে ঘাঁপটি মারা দস্যুদের দমন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়াও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
শুক্রবার বিকালে ফেনী শহরের একটি রেস্টুরেন্টে জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার খোন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য এডভোকেট রবিউল হক রবির সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক ও পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপদেষ্টা রিন্টু আনোয়ার।
আরো উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য কুতুব উদ্দিন হায়দার, মজিবুর রহমান বাবুল, আজিজুল রসুল মিলন, হাজী মো. আবু সুফিয়ান, আবু ইউছুফ, আবদুল ওয়াদুদ, আলমগীর হোসেন ভূঞা, মো. মজিবুল হক মানিক, হাসান রাজা চৌধুরী, মজিবুল হক খোকন, রেজাউল গণি পলাশ, ডা. বিদ্যুৎ, আবুল মনসুর নয়ন, ডা. আমিনুল হক, মো. সফিকুর রহমান সহ বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির সভাপতি-সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দলের স্বঘোষিত নেতা পরিচয় দিয়ে প্রতিপক্ষ দলের দস্যুদের সাথে আঁতাত করে দলের মূলধারার নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কে ৭ দিনের মধ্যে কারণ দর্শানো নোটিস প্রদানের সিদ্ধান্তও গ্রহন করা হয়। কারণ দর্শানো নোটিসের যথাযত জবাব না পেলে গঠনতন্ত্র মোতাবেক তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ারও সিদ্ধান্ত গৃহিত হয়।