নিজস্ব প্রতিবেদক : সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের শতভাগ বিদ্যুতায়ন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সরকার পল্লী বিদ্যুতায়ন বোর্ড কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের সকল উন্নয়নে বিদ্যুতের প্রয়োজন। তাই বিনামুল্যে বিদ্যুত লাইন নির্মান করছে সরকার। ২০১৭ সালের মধ্যে ফেনী জেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসবে।
শুক্রবার সন্ধায় মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শতভাগ বিদ্যুতায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মিজানুর রহমান এর সভাপতিত্বে ও সোনাগাজী জোনাল অফিসের ডিজিএম মো: মহিউদ্দিন মোশাহেদুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, দাগনভুইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, এলজিইডির ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান, সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির মো: রুহুল আমিন, সোনাগাজী পৌর মেয়র এড রফিকুল ইসলাম খোকন।
অারো উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, ফেনী জেলা পরিষদের সদস্য ফারুক হোসেন, নাছির উদ্দিন অারিফ ভুঞা, খোদেজা আক্তার শাহীন, নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, বগাদানা ইউপি চেয়ারম্যান মো: ইসহাক খোকন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন প্রমুখ।
মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রবিউজ্জামান বাবু তার বক্তব্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান কে ধন্যবাদ জানান মতিগঞ্জ কে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনার জন্য।