সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী পৌরসভাস্থ উত্তর চর ছান্দিয়া কাজী বাড়ীতে বুধবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
জানা যায়, এনামুল হকের রান্না ঘর থেকে অাগুনের সুত্রপাত হয়ে মাইন উদ্দিন, খোকা মিয়া, জসিম উদ্দিন, নুর অাহম্মদ, ইসমাইল হোসেন, অাবুল কালাম, ফখরুল ইসলাম, মফিজুল হক ও নুরুল হকের বসতঘর সম্পুর্ন ভস্মিভুত হয়।
সোনাগাজীর দমকল বাহিনী সদস্যদের এক ঘন্টার চেষ্টায় অাগুন নিয়ন্ত্রনে অাসে। খবর পেয়ে সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষনিক ক্ষতিগ্রস্তদের মাঝে কম্বল ও শুকনা খাবার বিতরণ করেন।
মেয়র জানান, ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন করা হবে। আরো উপস্থিত ছিলেন, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ, উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, পৌরসভার কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঞা, মো. ইয়াছিন প্রমুখ।