সন্তানের শিক্ষাখাতে ব্যায় সর্বোত্তম বিনিয়োগ

 

নিজস্ব প্রতিনিধি ;

সন্তানের প্রতি শিক্ষাখাতে বিনিয়োগ সর্বোত্তম বিনিয়োগ। আমার মা আমার শিক্ষা জন্য বিনিয়োগ করেছেন বিধায় আজ আমি শিক্ষা অফিসার।

৪ জানুয়ারি বেলা ২ টায় রাউজানে ১৪৫ নং উত্তর গুজরা ডা. রাজা মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এসব কথা বলেন। তিনি আরো বলেন, রাউজানে শতভাগ স্কুলে বিদ্যুৎ সংযোগ, স্কুল ফিডিং, ডিজিটাল শিক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে।

বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হক মাস্টারের সভাপতিত্বে ও লিয়াকত আলী চৌধুরী ও সাংবাদিক নেজাম উদ্দিন রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন লায়ন আব্দুস ছালাম, সাবেক প্রেস ক্লাবের সভাপতি মীর আসলাম, মানবতাবাদী সংগঠন ‘মানব কল্যাণে কিছু করি’ এর প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হোসেন, শিক্ষা কর্মকর্তা  রিঙ্গার সফটের সিইও জাবেদ হোসেন চৌধুরী, সংগঠক আহমদ সৈয়দ, কৃষিবিদ সরোয়ার রানা, স্থানীয় প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ। সভা শেষে উত্তর চট্টগ্রামের বৃহত্তর মানবতাবাদী সংগঠন ‘মানব কল্যাণে এসো করি’ এর পক্ষ হতে ১৫৬ জন শিক্ষার্থীদের খাতা, জ্যামিতি বক্স, রঙ পেন্সিল বক্স এবং রিঙ্গার সফটের সিইও জাবেদ চৌধুরীর পক্ষ হতে ১১০ শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *