ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে আগুন নিয়ে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া শিশুটির চিকিৎসার দায়ীত্ব নিয়েছেন অামিরাবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি অাইয়ুব নবী ফরহাদ।
ফরহাদ জানান, মানবিক কারনে অসহায় শিশুটির চিকিৎসার ব্যায় ভার গ্রহন করেছেন তিনি। শিশুটির দ্রুত সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন যুবলীগ নেতা ফরহাদ। ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এর অাগে, গত ২ ফেব্রুয়ারি আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর এলাকায় আগুন নিয়ে খেলতে গিয়ে শিশুটির শরীরের একাংশ পুড়ে গেছে।
শিশুটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয় । তবে প্রাথমিক ভাবে শিশুটির মামা আজিজুল হক জানিয়েছিলেন শিশুটির গায়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে ছিলো।