নিজস্ব প্রতিবেদক:বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন “দুনিয়া জুড়ে বাংলার ছবি’’ স্লোগান’কে সামনে রেখে সম্প্রচারিত (চ্যানেল এস) এ নিয়োগ পেলেন সাংবাদিক মোঃ ইমাম উদ্দিন সুমন। গতকাল ঢাকায় ‘চ্যানেল এস’ অফিসে , চ্যানেল এস টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক (MD) জামাল এইচ পান্না তারই স্বাক্ষরিত নিয়োগপত্র, আই.ডি. কার্ড, রিসিভার, ঘড়ি, মগ ব্যবহারিত চ্যানেলের লোগো সহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নোয়াখালী দক্ষিণ অঞ্চল প্রতিনিধি হিসেবে দায়িত্বভার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন নিউজ অব হেড বাঁধন, সহকারী বার্তা সম্পাদক ভাবনা সহ সকল কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য যে, মোঃ ইমাম উদ্দিন সুমন সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবিলী গ্রামে ১৯৯১ সালে জন্মগ্রহন করেন। তার পিতা হাজ্বী আবুল কাশেম মাষ্টার দক্ষিন চরজব্বর মডেল সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। ইমাম উদ্দিন সুমন ২০০৭ সালে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। সে থেকে জাতিয় ও স্থানিয় পত্রিকায় সাহসের সাথে কাজ করে আসছেন।
বর্তমানে তিনি আন্তর্জাতিক চ্যাটেলাইট চ্যানেল মিলেনিয়াম টিভি ইউএস (নোয়াখালী দক্ষিন অঞ্চল প্রতিনিধি), দেশের শীর্ষ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “সময়ের কন্ঠস্বর“ (নোয়াখালী প্রতিনিধি), নোয়াখালী প্রতিদিনের (প্রতিবেদক), দৈনিক ভোরের ডাক (হাতিয়া প্রতিনিধি), সাপ্তাহিক আমাদের মেঘনা পত্রিকায় সহকারি সম্পাদক হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন। সাংবাদিকতার শুরু থেকেই জনদুর্ভোগ, ইতিহাস, ঐতিহ্য ও অনুসন্ধানী প্রতিবেদনে পাঠক প্রিয় হয়ে উঠেন খুব সহজেই । সাংবাদিকতা বিশেষ অবদান এবং সাংস্কৃতিক অঙ্গনে ভুমিকা ভূমিকা রাখায় বেশ কয়েকটি সম্মাননা পান তিনি, সুমন নতুন দ্বায়ীত্ব পালনে সকলের দোয়া কামনা করছেন ।