ফেনী প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেইসবুকে অশালীন মন্তব্য করায় শনিবার ফেনী পরশুরামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পরশুরাম মডেল থানার ওসি আবুল কাশেম জানান,পৌর এলাকার দুবলার চাঁদ গ্রামের ধন মিয়া মজুমদারের ছেলে কামরুল হাসান মজুমদার তার ফেইসবুক আইডিতে শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন মন্তব্য করে ছবি পোস্ট দেয়। বিষয়টি স্থানীয় লোকজন এবং পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে কামরুলকে আটক করা হয়।
ওসি আবুল কাশেম আরো জানান, বিস্তারিত জানার জন্য আটককৃত যুবককে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কামরুলের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।