রাউজান উত্তর গুজরা দুর্গোৎসব কমিটি গঠন

বাংলার দর্পন ডটকম :

 

রাউজানের উত্তর গুজরা সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দির ও কালী মন্দির প্রাঙ্গনে আসন্ন দুর্গোউৎসব উপলক্ষে বাবু সাতকড়ি সেন-এর সভাপতিত্ব  দুর্গোউৎসব বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

 

শুক্রবার (১৫/০৯/১৭/ইং) সকাল ১০টায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিগত কমিটির বিলুপ্ত করে নতুন কমিটির ঘোষনা করা হয়।

 

২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি হলেন বাবু মৃদুল কান্তি দাশ, সাধারণ সম্পাদ বাবু হারেধন মহাজন ও অর্থ সম্পাদক বাবু চন্দন দাশ।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ ও ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব ডঃ রোশাঙ্গীর আলম; ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জমির উদ্দীন বাবুল এবং সাংবাদিক  মোঃ আলাউদ্দীন প্রমুখ।

 

নতুন কমিটির অন্য সদস্যরা যথাক্রমেঃ  বিশিষ্ট দান শীল শ্রী শ্রী জ্বালামুখী ও লক্ষী নারায়ন মন্দির পরিচালনা কমিটি যুগ্ম সাধারণসম্পাদ লায়ন বাবু আশীষ ভট্টাচার্য ও শ্রী শ্রী জ্বালামুখী ও লক্ষী নারায়ন মন্দির উৎসব পরিচালনা কমিটি সভাপতি বাবু বাদল দেওয়ানজী, বাবু অপু দাশ, বাবু পীষুধ কান্তি দাশ, বাবু আশীষ চক্রবর্তি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *