নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ জনের ফাঁসির আদেশ

ফেনী’ প্রতিনিধি :

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টর দিকে ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ট্রাব্যুনালের বিচারক মোঃ মামুনুর রশিদ ঘোষনা করেন চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায়। এছাড়া প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নূর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদ আলম, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ,

হাফেজ আবদুল কাদের, আবছার উদ্দিন, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে শম্পা ওরফে চম্পা, আবদুর রহিম শরীফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন ওরফে মামুন, মোহাম্মদ শামীম, মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি রুহুল আমীন ও মহিউদ্দিন শাকিল।

নুসরাতের পক্ষের আইনজীবি এডভোকেট সাহজাহান সাজু এ তথ্য নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *