রোজিনাসহ সকল সাংবাদিকের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ফেনী প্রেসক্লাব

ফেনী প্রতিনিধি :
সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরনের প্রতিবাদে ফেনী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯মে) বিকেলে ফেনী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন এন জীবনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এড. সৈয়দ আবুল হোসেন, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী এড. জাহাঙ্গীর আলম নান্টু, দাগনভুঁঞা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল কায়েস রিপন,

প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী, সিনিয়র সহ-সভাপতি শেহাব উদ্দিন লিটন, সহ সভাপতি সৈয়দ মনির আহমদ , যুগ্ম সাধারণ সম্পাদক কাজী হাবিব উল্লাহ সুমন, এবিএম নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ- শাহাদাত হোসেন, দফতর সম্পাদক এম, শরিফ ভূঁঞা, সাহিত্য সম্পাদক শফি উল্যাহ , আইসিটি সম্পাদক মিজানুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা সাম্য লিনা, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্যাহ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তোফায়েল আহমদ মিলন, সদস্য ডা. নাজির আহমেদ, জসিম উদ্দিন ফরায়েজি, বকুল আক্তার দরিয়া, এম নাসির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, গাজী হানিফ।

আরো উপস্থিত ছিলেন , সমকাল প্রতিনিধি জহিরুল ইসলাম জাহাঙ্গীর , সোনাগাজী প্রেসক্লাব সাধারন ছালাহ উদ্দিন, সহ সভাপতি মহি উদ্দিন খোকন, যুগ্ন সম্পাদক আবদুর রহিম , কোষাধ্যক্ষ মমিন ভূঞা, সাংবাদিক নুসরাত চৌধুরী, মোহনা টিভি প্রতিনিধি সজিব , পিনু শিকদার, মশিউর রহমান মিলন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় রোজিনা ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *