নোয়াখালীতে বয়স্ক ভাতার অর্থ আত্মসাৎ ইউপি সদস্যসহ ২জন কারাগারে

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর সেনবাগে বয়স্ক ভাতার কার্ড দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করায় ইউপি সদস্যসহ দু’জনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযুক্ত আসামিরা হলো- উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমদাদুল হক মাসুদ (৩৮) ও রমজান আলী (৬০)।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার ইউপি সদস্য মাসুদের যোগসাজশে ১নং ওয়ার্ডের বৃদ্ধ কানু লাল ভৌমিক’র বয়স্ক কার্ডের ৬ হাজার টাকা উত্তোলন করা হয়। এক পর্যায়ে ইউপি সদস্যের যোগসাজশে তার সহযোগী রমজান আলীসহ ৪ হাজার টাকা আত্মসাৎ করা হয়। ভুক্তভোগী ঘটনাটি মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিনকে জানালে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা প্রশাসনকে অবহিত করে।

ওসি আব্দুল বাতেন মৃধা আরো বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ ইউপি সদস্য ও তার সহযোগীকে আসামি করে বুধবার সকালে একটি মামলা দায়ের করেন।

এর আগে মঙ্গলবার রাতে অভিযোগের সত্যতা পেয়ে তাদের আটক করা হয়। পরে আত্মসাৎ ও প্রতারণার মামলায় বুধবার তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *