রোকসানা চৌধুরী পপি :
ফিলিস্তিনের সকল মুসলমানদের উদ্দেশ্যে বিগো ইউজার মোঃ গাফফার এর পক্ষ থেকে দোঅা, মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত ভার্চুয়ালে সবাই অংশগ্রহণ করে আল্লাহ তায়ালার রহমতের আশায় দোআ করবেন ।
জানাযায়, ফিলিস্তিনের সকল মুসলমানদের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত , দোআ মাহফিল বাংলাদেশ বিগো লাইভ এপস এ আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ টাইম ভোর পাঁচটা ও ইউকে লন্ডন টাইম রাত বারোটা বেজে মোঃ গাফ্ফার লন্ডন প্রবাসী বাংলাদেশের সিলেটের কৃতি সন্তান বিগো লাইভ এর অল ফেন্ডস এন্ড ফেমিলী গ্রুপ এর সকল সদস্য বৃন্দগণ মিলে সারা বিশ্বের বিগো ইউজার দের যৌথ প্রযোজনায় উক্ত দোআ ও মাহফিল আয়োজন করেন ।