পরশুরামে ৮ মাস ধরে  মাদ্রাসা ছাত্র নিখোঁজ 

আবু ইউসুফ মিন্টু :

পরশুরামে গত ৮ মাস ধরে  মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। উপজেলার দারুল উলুম  মাদ্রাসার মো.ইমাম হোসেন মুন্না (১০) নামে এক ছাত্র ৮ মাস ধরে নিখোঁজ রয়েছেন। সে পরশুরাম পৌর  এলাকার অনন্ত পুর গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে।

 

এ ঘটনায় ওই ছাত্রের মা  আয়শা আক্তার ১৮ জুন পরশুরাম মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

 

পরিবার ও জিডি সূত্রে জানা যায়, পরশুরাম দারুল উলুম  মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে মো.ইমাম হোসেন মুন্না পড়ালেখা করতো।

 

নিখোঁজ হওয়ার  থেকেই মুন্নার পরিবার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে  (১৮ জুন) পরশুরাম থানায় ওই ছাত্রের মা জিডি করেন।

 

মুন্না’র মা  বলেন, ‘বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোন সন্ধান মিলছে না। পুলিশ জানিয়েছে, তারা মুন্নাকে উদ্ধারের চেষ্টা করছে।’

 

পুলিশ জানায় এ বিষয়, ‘দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে। ওই ছাত্রকে উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে, একই সঙ্গে তার পরিবারের লোকজনও বিভিন্ন এলাকায় খোঁজখবর নিচ্ছেন।

মো.ইমাম হোসেন মুন্না (১০) গত ১৮/০৩/২০১৯ ইং তারিখে মাদ্রাসা থেকে নিখোঁজ হন, তার উচ্চতা ৪ ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখ মন্ডল গোলাকার।

গত ১৮/০৬/২০১৯ তারিখে পরশুরাম মডেল  থানায় জিডি করা হয়। জিডি নাম্বার- ৮৭৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *