সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীতে নির্মানাধিন সড়কের ইট চোরকে বাঁধা দেয়ায় পৌর ২নং ওয়ার্ড অা’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন কে চুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধায় উত্তর চর ছান্দিয়া অাকবর বাড়ী সড়কে এ ঘটনা ঘটে।
জানাযায়, পৌরসভার অর্থায়নে অাকবর বাড়ী সড়ক নির্মানের কাজ চলছে। নির্মান সামগ্রী চুরি করার সময় ওই বাড়ীর সোলায়মান ও তার ভাই মোরশেদ কে বাধা দেয় নিজাম উদ্দিন। এসময় সোলায়মান চুরি দিয়ে নিজামের পিঠে মারাত্বক জখম করে। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। কর্তব্যরত চিকিৎসক জানায়, তার পিঠে ৪টি সেলাই লেগেছে।
খবর পেয়ে পৌর মেয়র ও মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিজাম জানায়, মামলার প্রস্ততি চলছে।