সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নে শনিবার বিকেলে কেন্দ্রিয় অাওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন এর উঠান বৈঠক অনুৃষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল অারেফিন, ইউনিয়ন অা’লীগের সাধারন সম্পাদক অাবু বক্কর সিদ্দিক দুলালসহ, স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা অা’লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।