ফেনী’ প্রতিনিধি :
বহুল প্রতীক্ষিত ফেনীর আলোকদিয়া- ভালুকিয়া সড়ক পুণঃনির্মান কাজের শুভ উদ্বোধন করলেন ফেনী’ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।
বুধবার সকালে উদ্বোধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আন্তরিকতায় ফেনীতে বিপুল পরিমান উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী ফেনীর এই শাখা সড়কটির জন্য ৬০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আর পুরো জেলায় হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করছেন।
এজন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ফেনীবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
নিজাম হাজারী আরও বলেন, ফেনীর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। বর্তমান সরকারের আমলে সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে ইনশাল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগ, ফেনীর নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, ফেনী পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী,৩নং ওয়ার্ড কাউন্সিলর কোহিনুর আলম প্রমুখ।
বাংলারদর্পন