রামগড়ে চারা কেটে সেগুন বাগান ধ্বংস করল সন্ত্রাসীরা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
রামগড়ে রাতের আধারে প্রায় বিশ হাজার সেগুন গাছের চারা কেঁটে দিল সন্ত্রাসীরা।

রবিবার রাত ১১-১টার মধ্যে রামগড় পাতাছড়া ইউনিয়ন এর ছোট বেলছড়ির কুম্প্রপাড়ায় কসমিক কৃষি খামার লিমিটেড এর ২/৩ বছর বয়সী প্রায় বিশ হাজার সেগুন গাছের চারা কাটা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীরা কেয়ারটেকার আলাউদ্দিন ও তার স্ত্রীকে মারধর করে বেধে রেখে গাছগুলি কেঁটে ফেলে বলে জানা যায়।

বাগানের ম্যানেজার মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসীরা সংখ্যায় অনেক বেশি ছিল। গত ৩ বছর আগে ২০ একর টিলা ভূমিতে সেগুন গাছগুলি লাগানো হয়েছিল। ঘটনাটি পুলিশ ও সিন্ধুকছড়ি সেনা জোনকে জানানো হয়েছে।কিছুদিন আগে মোবাইল ফোনের মাধ্যমে বাগানের ক্ষতিসাধনের হুমকি পেয়ে রামগড় থানায় একটি অভিযোগও দেয়া হয়েছিল।

বাগানের ক্ষয়ক্ষতির পরিমাণ বিশলক্ষ টাকা বলে জানান তিনি। রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মালিক পক্ষ বিষয়টি জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *