ফেনী প্রতিনিধি :
সোনাগাজী পৌরসভার উদ্যোগে ৮নং ওয়ার্ডে সমস্যা ও সমাধান বিষয়ক এক মুক্ত আলোচনা সভা শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হক এর বাড়ীর সামনে অনুষ্ঠিত হয়েছে ।
বেলায়েত হোসেন গবির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও সোনাগাজী উপজেলা অা’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন, প্যানেল মেয়র শেখ কলিম উল্লাহ রয়েল , ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আলী খাঁন, মহিলা কাউন্সিলর মর্জিনা আক্তার, পৌর আওয়ামীলীগের সহ- সভাপতি রেজাউল করিম ফিলিপ, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল করিম সাইফুল প্রমুখ ।
মুক্ত আলোচনায় প্রধান অতিথি মেয়র খোকন বলেন, দ্রুত সময়ের মধ্যে পৌরসভার ৮ নং ওয়ার্ডের রাস্তা গুলো সংস্কারের উদ্যোগ নেয়া হবে ইতমধ্যে অত্র ওয়ার্ডের কয়েকটি রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে । তিনি আরো বলেন দ্রুত সময়ের মধ্যে এই ওয়ার্ডে সড়ক বাতির কাজ সমাপ্ত করা হবে।