ফেনী প্রতিনিধিঃ ফেনী গার্লস ক্যাডেট কলেজের সামনে থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ সহ ইব্রাহিম (৩০) ও জুয়েল (২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৬ জুলাই) রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।পুলিশ জানায়,ওই দিন রাতে ফেনী মডেল থানা পুলিশ গার্লস ক্যাডেট কলেজের সামনে চেক পোষ্ট বসায় । এসময় মোটরসাইকেলবাহী ইব্রাহিম ও জুয়েল দেহ তল্লাশি করে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইব্রাহিমের বাড়ি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের সোনাপুর গ্রামে। সে মৃত আবুল কালামের ছেলে।এবং আসামী জুয়েলের বাড়িও সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নগরকান্দি গ্রামে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী অস্ত্র ও মোটরসাইকেলসহ দুই যুবকের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।