ফেনী প্রতিনিধি:
‘ভুল করেও মাদক নয় মাদক মানে মৃত্যু হয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোনাগাজী উপজেলার চারটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী উদ্বুব্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যেগে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সোনাগাজী ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদরাসা ,দারোগারহাট আল জামেয়াতুল দ্বীনিয়া ফাজিল মাদরাসা ,কাজিরহাট মডেল হাই স্কুল ও সোনাগাজী মো: ছাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে মাদকের ক্ষতিকারক বিভিন্ন দিক সর্ম্পকে ছাত্রছাত্রীদের উদ্বুব্ধকরন কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বলেন, সরকার ২০১৮ সালে সরকারী-বেসরকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীতে নিয়োগ প্রাপ্তদের নিয়োগের পুর্বে অবশ্যই ডেপ টেষ্ট বাধ্যতামুলক করেছে । এবং ভবিষ্যতে যে কোন চাকুরীতে প্রবেশ করতে হলে ডোপ টেষ্ট ছাড়া কেউ চাকুরী করতে পারবে না ।
এ সময়, সোনাগাজী মো ছাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো জয়নুল আবেদিন, সোনাগাজী ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হোছাইন, দারোগারহাট ফাজিল মাদরাসার অধ্যক্ষ মু: মোশারফ হোসেন, কাজিরহাট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিক উদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরির্দশক মো. তাজ উদ্দিন সহ মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে মাদকের বিভিন্ন কুপল বিষয়ে সচেতনতামুলক লিপলেট ও স্কেল বিতরন করা হয় ।