ফেনী প্রতিনিধি :
আজ ( ২৭ নভেম্বর) বিকাল ২টায় কার্তিক আচার্য(২৮)-নামে এক ভারতীয় নাগরিক কে আটক করে পুলিশে দিয়েছে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউপি চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা। সে ত্রিপুরার সাবরুং শহরের মতিলাল আচার্যের ছেলে।
জানাযায়, দুপুরে জেলার ছাগলনাইয়া উপজেলাধীন মহামায়া ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে আসলে তার সাথে কথাবার্তায় চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশার সন্দেহ হলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃত কার্তিক আচার্য পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোডের ইয়াসিন চৌধুরীর বাড়িতে ২ বছর যাবৎ ভাড়া থাকতো এবং একই বাড়ির ভাড়াটিয়া বিপ্লব দাস, পিতা পরিমল দাস এর সিএনজি চালাতো। এ ব্যাপারে ছাগলনাইয়া থানায় মামলার প্রস্ততি চলছে।