ফেনী প্রতিনিধি :
খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে যে কোন পরিস্থিতির মোকাবেলায় পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার লক্ষ্যে সোনাগাজী জিরোপয়েন্টে বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগের পথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ন – সাধারন সম্পাদক চেয়ারম্যান জহিরুল আলম জহিরের পরিচালনায় উক্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।
আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, পৌর অা’লীগের সভাপতি ইমাম উদ্দিন সেলিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এড. নাছির উদ্দিন বাহার, উপজেলা আওয়ামীলীগের সহ – সভাপতি এম এ মজিদ ভুলু মিয়া, মুক্তিযোদ্ধা আবুল কালাম, চেয়ারম্যান সামছুল আরেফিন, চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চেয়ারম্যান ইসহাক খোকন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, যুবলীগ সাধারন সম্পাদক চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন, চর ছান্দিয়া ছাত্রলীগ সভাপতি জীবন মিয়াজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর অাগে বিএনপি জামাত জোটের নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মী।