সোনাগাজী প্রতিনিধি : বেগম জিয়ার রায়কে ঘিরে নাশকতার চেষ্টাকালে পৌর কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকদল সভাপতি মো. ইয়াছিন এবং পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাকসুদুর রহমান রাসেলকে অাটক করেছে পুলিশ।
এছাড়া রাতে যুবদল কর্মী অাবদুল খালেককে উত্তর ছাড়াইতকান্দি কামলা বাড়ী থেকে অাটক করেছে পুলিশ। সে অাবদুস ছাত্তার এর ছেলে।
ধৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, সোনাগাজী পশ্চিম বাজার এলাকায় যুবদল সেক্রেটারি খুরশিদের নেতৃত্বে মিছিল থেকে নাশকতার চেষ্টা কালে পুলিশের ধাওয়ায় ছত্রবঙ্গ হয়। পরে অভিযান চালিয়ে বিএনপির ওই দুই নেতাকে অাটক করা হয়।