ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলাস্থ্য ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ে রোবরার সকালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এলজিইডির প্রকল্প উপ পরিচালক প্রকৌশলী অামিনুর রশিদ চৌধুরী মাসুদ।
তিনি বলেন, উপকুলিয় অঞ্চলে শিক্ষার মানোন্নয়নে অবদান রাখছে সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়।
ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক সলিম উল্যাহ সেলিমের সভাপতিত্বে প্রধান শিক্ষক অাবুল কাশেম বাবুলের সঞ্চালনায় অারো বক্তব্য রাখেন, উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক ও ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ দীন মোহাম্মদ, অা’লীগ নেতা জহিরুল হক, সাবেক ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন জুৃয়েল, ম্যানেজিং কমিটির সদস্য নেয়ামত উল্যাহ, অাবু বক্কর ছিদ্দিক মিন্টু, অাবুল হাশেম।