মৃত্যুবার্ষিকীতে নুসরাতের কবরে পিবিআই’র শ্রদ্ধা

ফেনী :
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির তৃতীয় মৃত্যবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফেনী।

রবিবার বিকেলে পিবিআই , ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ও মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে ২০ সদস্যের একটি দল নুসরাতের কবরে শ্রদ্ধাঞ্জলি জানান।

এসময় কবর জিয়ারতে অংশ নেন নুসরাত জাহান রাফির পিতা মাওলানা এ বি এম মুছা মানিক ও বড় ভাই মাহমুদুল হাসান নোমান ।

মোনাজাত পরিচালনা করেন হামিদিয়া জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম।

মোনাজাতে নুসরাতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং রায় কার্যকরের জন্য দাবি জানান। কবর জিয়ারত শেষে পিবিআইয়ের সদস্যরা নুসরাতের বাবা ও ভাইকে শান্তনা দেন। তারা নুসরাতের বাড়িতে গিয়ে তার মা শিরিনা আখতারের সাথে কুশল বিনিময় করে তাকেও শান্তনা প্রদান করেন।

এর আগে সকালে নুসরাতের নিজ বাড়ীতে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য , ২০১৯সালে ৬এপ্রিল নুসরাত রাফিকে পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেয় কয়েকজন মাদরাসা ছাত্র। ৯এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে মৃত্যুবরণ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *