আমাদেরকে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে -কম্বল বিতরণকালে ফরিদ মাহমুদ 

 

মোঃ আলাউদ্দীন :

 

বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, দেশের মানুষের অবস্থার উন্নয়ন করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এই সরকারের টানা দুই আমলে তিনি দেশের জন্য যা করেছেন তা বাংলাদেশকে কয়েকদশক এগিয়ে নিবে। তাই আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে। প্রধানমন্ত্রীর কাজের ফসলে দেশে এম.পি, মন্ত্রী, মেয়র, নির্বাচিত হয়ে অনেকে নিজ এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আগামী নির্বাচনকে সামনে রেখে সংগঠনের ঐক্যে যেন কোন ফাটল না ধরে এ বিষয়ে আমাদেরকে যতœশীল হতে হবে। বক্সিরহাট ওয়ার্ডের রাজাখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি মো: মহিউদ্দিন জনির আর্থিক সহযোগীতায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড যুবলীগ সভাপতি মান্না বিশ্বাস। ছাত্রনেতা রফিকুল আলম রবু’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, কোতোয়ালী থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শওকতুল ইসলাম দুলাল, আজিজুল ইসলাম। বক্তব্য রাখেন ৩৫নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আকতার হোসেন, মো: মহিউদ্দিন জনি, যুগ্ম সম্পাদক এস.এম. আব্বাস উদ্দিন। উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য বখতেয়ার ফারুক, আশরাফুল গণি, আলহাজ্ব জাবেদ হোসেন, হারুনুর রশিদ আলম, যুবনেতা ইয়াছিন ভূঁইয়া, জাহিদুল ইসলাম চৌধুরী, মো: মাসুদ, মো: ইমন। সভায় বক্তাগণ বলেন, বিপদে আপদে সংকটে মানুষের পাশে দাঁড়ানোই হলো মূলরাজনীতি। যা চট্টলবীর মহিউদ্দিন চৌধুরী আজীবন করে গেছেন। শহরের বিভিন্ন শ্রেণির লোকজন সমবেত করে পদ পদবী অর্জন করে ক্ষমতার জাহির করাটা প্রকৃত রাজনীতি নয়। আমাদেরকে ভুলপথ পরিহার করে সত্যের পেছনে ঐক্যবদ্ধ হতে হবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফরিদ মাহমুদ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *