সোনাগাজী প্রতিনিধি : মা-বাবা কে নির্যাতনের দায়ে সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বদর পুর গ্রামের হাজী বাড়ীর ওলি অাহম্মদের ছেলে বাচ্চু কে রোববার রাতে পুলিশে দিয়েছেন ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি অানোয়ার খায়ের।
জানা যায়, বখাটে বাচ্চুর বিরুদ্ধে একটি মামলায় ৩ বছরের সাজা ও দুটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
ওসি রাশেদ খান চৌধুরী জানান, সে বর্তমানে ফেনী সদর থানা হাজতে রয়েছে।