ফুলগাজীতে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ

 

মোঃ সাইফুল ইসলাম মজুঃ : ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের পশ্চিম বশিকপুর গ্রামে এক ভ্যান চালকের প্রতিবন্ধী মেয়ে (১৪)কে ধর্ষন করেছে হারুন চৌধুরী (৭৫)নামে এক ইউপি সদস্য।রবিবার সন্ধ্যায় মেয়েটির পিতা বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা দায়ের করেছেন।হারুন চৌধুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য।

 

জানা গেছে শনিবার রাতে জিএমহাট ইউনিয়নের পশ্চিম বশিকপুর গ্রামের ভ্যান চালক মোঃ গোলাম রাব্বানীর প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষনের সময় স্থানীয়রা ওই ওয়ার্ডের সদস্য হারুন চৌধুরীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে কয়েকজন সমাজপতি মোটা অংকের টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেন।

 

ঘটনাটি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে ফুলগাজী থানার পু্লিশ রবিবার বিকালে প্রতিবন্ধী মেয়েটিকে থানায় নিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেয়েটির পিতা বাদী হয়ে ইউপি সদস্য হারুন চৌধুরীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ১৪।মামলার পর থেকে হারুন চৌধুরী পলাতক রয়েছে।

ফুলগাজী থানার এসআই আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *