ফেনী প্রতিনিধি-
ফেনীতে বিদেশী পিস্তলসহ আরাফাত আহমেদ ভুইয়া মোহন নামের এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে র্যাব -৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার রাতে শহরের পাঠান বাড়ি এলাকার মনির উদ্দিন সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল,তিন রাউন্ড গুলি উদ্বার করা হয়।পরে কয়েকটি আইফোন, ভিজিটিং কার্ড ও মোটরসাইকেলও জব্দ করে র্যাব।
এ ব্যাপারে র্যাব ৭ ফেনীর অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম তাকে অস্ত্র সহ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সে নিজেকে অালোকিত সময়ের প্রতিনিধি ও সাংবাদিক দাবী করে।পরে খোঁজ নিয়ে জানা যায় সে ভূয়া সাংবাদিক।