করিম গাজীর ছেলের চিকিৎসার জন্য যুক্তরাজ্য প্রবাসীর অনুদান

ফেনী :

সোনাগাজীর দৌলতকান্দি গ্রামের গাজী নেয়ামুল করিমের ছেলে মোহাম্মদ মুহাইমিনুল করিম ওয়ালী(৩) এর চিকিৎসার জন্য যুক্তরাজ্য প্রবাসীদের দেয়া ৬০হাজার টাকা তাঁর (করিম গাজীর)  হাতে তুলে দেন সোনাগাজী প্রেসক্লাব সভাপতি ও বাংলারদর্পন সম্পাদক সৈয়দ মনির আহমদ। তিনি জানান, সোনাগাজী কৃতি সন্তান শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আবছার পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবৎ যুক্তরাজ্য ও ইতালিতে বসবাস করেন। সবসময় সোনাগাজীর অসহায় ও দরিদ্রদের পাশে থাকার চেষ্টা করেন।

উল্লেখ্য, মুহাইমিনুল করিম দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য থেলাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে  চিকিৎসাধিন আছেন।  করিম গাজী তার ছেলের চিকিৎসার জন্য সকলের সহযোগীতা কামনা করেছেন।

#বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *