সুনামগঞ্জ প্রতিনিধি :
দঃসুনামগঞ্জে শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে শাহজালাল (র.) একাডেমী।
এ বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) শতভাগ সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারস্থ শাহজালাল (র.) একাডেমী। একাডেমীর সব পরীক্ষার্থীই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। এ বছর প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী পরীক্ষায় একাডেমী থেকে সাত জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
শাহ্জালাল (র.) একাডেমি’র প্রধান শিক্ষক নোমান আহমদ বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবারের ফলাফল অনেক ভাল। স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের গভীর প্রচেষ্টায় এ ফলাফল এসেছে। আর এর পেছনে স্কুলের সভাপতিসহ পরিচালনা কমিটির দিকনির্দেশনামূলক তদারকি ও ভূমিকা রয়েছে। আমার শিক্ষাকেন্দ্রর ছাত্র/ছাত্রীদের ভালো ফলাফল করায় এলাকার মানুষজনের অনেক অবদান রয়েছে। আমি সকলের চির কৃতজ্ঞ।