সাহাব উদ্দিন :
ফুলগাজীতে ইয়াবা বড়িসহ এক মাদক বিক্রেতাকে পুলিশ গ্রেফতার করেছেন। তাঁর নাম জাহীদ হাসান ওরফে শান্ত (২৫)। বুধবার রাতে উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাইজ গ্রাম থেকে ফুলগাজী থানার পুলিশ তাকে গ্রেফতর করেন । সে কুমিল্লা জেলার বুডিচং উপজেলার কুসুমপুর গ্রামের বাসীন্দা। বর্তমানে সে ফেনীর বিরিন্চি এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানান, গোপণ সংবাদের ভিত্তিতে বুধবার ১৭ জানুয়ারি রাতে উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাইজ গ্রাম এলাকায় থেকে জাহীদ হাসান ওরফে শান্তকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তার নিকট থাকা ৩০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ূন কবির ইয়াবা সহ জাহীদ হাসান শান্ত নামে একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, সে এলাকায় একজন চিন্হিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফুলগাজী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে ।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।