ফেনী প্রতিনিধি :
ফেনী-৩ (সোনাগাজী -দাগনভুঞা) আসনের মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে সমর্থণ জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ও তার ছেলে ইসতিয়াক আহমেদ। আবুল বাশার আপেল ও তার ছেলে ইসতিয়াক আহমেদ নোঙর প্রতিকের প্রার্থী হিসেবে প্রচারনায় ছিলেন।
দলের সভানেত্রীর নির্দেশে বুধবার সকালে মাসুদ চৌধুরীর ঢাকাস্থ বাসভবনে বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষনা দেন ওই দুই প্রার্থী। তাদের অভিনন্দন জানিয়ে সোনাগাজী ও দাগনভুঞায় আনন্দ মিছিল করেছেন অাওয়ামীলীগের নেতাকর্মীরা।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আবুল বাশার বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে দেশরত্ন হাসিনার সিদ্বান্তই আমার সিদ্বান্ত। তিনি সোনাগাজী ও দাগনভুঞার দলীয় নেতাকর্মীদের মাসুদ চৌধুরীর পক্ষে কাজ করার নির্দেশে দেন। মাসুদ চৌধুরী বলেন, ফেনী -৩ আসনে মনোনয়ন প্রাত্যাশীদের মধ্যে যুবনেতা আবুল বাশার যোগ্য ও জনপ্রিয়। আমরা এখন থেকে সোনাগাজী ও দাগনভুঞার উন্নয়নে একসাথে কাজ করবো।
সোনাগাজী উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ বলেন, জননেতা আবুল বাশার এর মত দুঃসময়ের ত্যাগি নেতাদের আত্মত্যাগের কারনেই আওয়ামী লীগ আজকের এই সুদৃঢ অবস্থানে।
আওয়ামী লীগের বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে মহাজোট প্রার্থী জেনারেল মাসুদ চৌধুরীকে সমর্থন করে নিজেকে শেখ হাসিনার এক জন খাটি সৈনিক হিসেবে আবারো প্রমান করলেন। দাগনভুঞা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহজাহান বলেন, দলের সভানেত্রীর সকল পরীক্ষায় উত্তীর্ণ যুবলীগ নেতা আবুল বাশার, সঠিক সময়ে সময়োচিত সিদ্ধান্তের জন্য তিনি আবুল বাশারকে ধন্যবাদ জানান।