সাতক্ষীরায় আওয়ামীলীগ প্রার্থীর সমর্থণে নৌকা প্রতিকের মিছিল ও গণসংযোগ

শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:
সাতক্ষীরা সদর আসনে এমপি রবির পক্ষে নৌকা প্রতিকের নির্বাচনী মিছিল, গণসংযোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের সুলতানপুর বড় বাজার কাঁচা বাজার সমিতির আব্দুর রহিম বাবু’র নেতৃত্বে মিছিলটি সুলতানপুর সরদার বাড়ি থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানে দোকানে লিফলেট বিলি করে। পরে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে সুলতানপুর বড় বাজার কাঁচা বাজার সমিতির বাবু মেম্বরের আড়তে গিয়ে শেষ হয়। মিছিলটির পক্ষ থেকে সাতক্ষীরা সদর আসনের নৌকার মাঝি সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির হাতে প্রতিক নৌকা তুলে দেওয়া হয়।
এ দিকে সাতক্ষীরা সদর আসনের আওয়ামীলীগের নৌকার প্রার্থী এমপি রবির পৌরসভার ০৯ নং ওয়ার্ডে রসুলপুর যুব সমিতির আয়োজনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। রাতে পৌরসভার ০৯ নং ওয়ার্ডে রসুলপুর যুব সমিতির আয়োজনে রসুলপুর যুব সমিতির সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য উন্নয়নের রুপকার গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা প্রমুখ। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, পৌরসভার ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সমীর বসু, সাধারণ সম্পাদক লিটন মির্জা, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি আলিফ খান প্রমুখ। এসময় দলীয় নেতা কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদিকে ‘আমার ভোট আমি দেবো মুক্তিযুদ্ধের পক্ষে দেবো’ এই স্লোগানকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা শাখার সভাপতি আবু আফ্ফান রোজ বাবু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য উন্নয়নের রুপকার গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, বাংলাদেশের সকল জনগণ মহান মুক্তিযুদ্ধর চেতনায় উজ্জীবিত হয়েছে। কেউ স্বাধীনতা বিরোধীদের দেশের জনগণ প্রত্যাখান করেছে। দেশে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশের মানুষ আজ কাতারে। সবাই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। সমাবেশে উপস্থিত সাধারণ জনগণের করা উন্নয়নমূলক প্রশ্নের উত্তর দেন।
বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা কমান্ডার মোশারফ হোসেন মশু। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সাহিত্যিক সহিদুর রহমান, সাংবাদিক আমিনুর রশিদ, কণ্ঠ শিল্পী কামরুল ইসলাম, মাহবুব, চৈতালীসহ শিল্পী সাহিত্যিকদের সমন্বয়ে সাংস্কৃতিক কর্মীদের মিলন মেলায় পরিনত হয়।
জেলার বিভিন্ন শিল্পীদের সমন্বয়ে কবিতা ও গানের মূর্ছনায় শিল্পকলা একাডেমি মিলনায়তন মুখরিত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্মা ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।
Related News

বাগেরহাট পৌরসভা নির্বাচনে ৩৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
শেখ সাইফুল ইসলাম কবির: বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই জন মেয়রRead More

কয়রায় প্রধানমন্ত্রী’র দেওয়া জলাধার বিতরণ করলেন সাংসদ বাবু | বাংলারদর্পণ
শেখ সিরাজুদ্দৌলা লিংকন,কয়রা (খুলনা) খুলনার কয়রা উপজেলার আম্পান ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রী কতৃক প্রদেয় খাবার পানিRead More