এ বাসার(চঞ্চল) রাণীনগর(নওগাঁ)প্রতিনিধি:- নওগাঁ জেলা পরিষদ নির্বাচনে ১৪ নং ওয়ার্ডে বে-সরকারী ফলাফলে আওয়ামী লীগ সর্মথিত মেম্বার প্রার্থী আব্দুল মান্নান নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৯ টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহন করা হয় আনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, জেলা পরিষদের আওতায় রাণীনগর উপজেলায় গঠিত ১৪নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে আবু শাহামিদ খান টিউবওয়েল প্রতীক ও আব্দুল মান্নান হাতি প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৮১ জন ভোটারের মধ্যে ৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বে-সরকারী ভাবে আব্দুল মান্নান মোল্লা ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয় এবং শাহামিদ খান পেয়েছেন ১৯ ভোট। ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন রাণীনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু তালেব।