বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ নুরুল আফছার হত্যাকান্ড প্রসঙ্গে

বরাবর ,
উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
সোনাগাজী, ফেনী।
বিষয়: বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ নুরুল আফছার হত্যাকান্ড প্রসঙ্গে।
দরখাস্তকারী: গোলাম ফারুক (শহীদ আফছার এর ছোট ভাই) পিতা- মৌলভী আহম্মদ করীম, সাং-সুজাপুর ,সোনাগাজী ( যুক্তরাজ্য প্রবাসী)।
জনাব,
যথাবিহীত সম্মানপুর্বক বিনীত নিবেদন এইযে, আমার বড় ভাই শহীদ নুরুল অফছার ৭১এর রনাঙ্গনের মুক্তিযোদ্ধা ও এফএফ ফোর্সের কমান্ডার ছিলেন। ৭১ এর ৫ ডিসেম্বর সোনাগাজী হানাদার মুক্ত হওয়ার পর ১১ডিসেম্বর সোনাগাজী থানার ভেতরে বন্ধি রাজাকারদের বাঁচানোর জন্য বিএলএফ ফোর্সের কমান্ডারের নির্দেশে কতিপয় বিপদগামী নামধারী মুক্তিযোদ্ধা প্রকাশ্যে গুলি করে নুরুল আপছারকে হত্যা করে। হত্যাকারীরা আমার ভাইয়ের সমাধিতে জোরপুর্বক “আততায়ীর গুলিতে নিহত” লেখা নেমপ্লেট লাগিয়ে দেয়। অদ্যাবধি এই বীর শহীদের সমাধিতে ওই বানোয়াট নেমপ্লেট লাগানো আছে। স্বাধীনতার ৪৫বছর পরেও আমার ভাই ও আমাদের পরিবার নুন্যতম স্বীকৃতি পাইনি। আমার ভাইয়ের সহযোদ্ধা ও হত্যাকান্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন, ১. মুক্তিযোদ্ধা মফিজুল হক পাটোয়ারী,২.মুক্তিযোদ্ধা দুলাল আহম্মদ,৩.মুক্তিযোদ্ধা আবু তাহের তানু, ৪. মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চেয়ারম্যান সহ আরো অনেকে।
অতএব, উপরোল্লিখিত বিষয়াদি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে আপনার একান্ত মর্জি কামনা করি।

নিবেদক
গোলাম ফারুক
তারিখ..28/.12/16.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *