নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় সবজি ক্ষেতে ছাগলের সিম খাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের হাতে অপর ভাই খুন হয়েছেন।
তার নাম আকিল শাহ (৫০)। তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের কালীনগর গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পুলিশ জানায়, আকিল শাহর সবজি বাগানে তার ভাই সিদ্দিক আলী ও দিলোয়ারের ছাগল সিম খেয়ে ফেলে। আকিল শাহ এর প্রতিবাদ করলে ভাইদের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিদ্দিক আলী ও দিলোয়ার লোহার রড দিয়ে আকিল শার মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
দিরাই থানার ওসি মোস্তফা কামাল জানান, মামলা হলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।