ফেনী প্রতিনিধি>>
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পৌর চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী|
জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজের সভাপতিত্বে ও , সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জেরর সঞ্চালনায়
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, দাগনভুইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন
, যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ,সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।