মাটিরাঙ্গায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  – বাংলারদর্পন

 

এমদাদ খান খাগড়াছড়ি :

নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা ও কলেজ ছাত্রলীগ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালের দিকে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মাটিরাঙ্গা সোনালী ব্যাংক সংলগ্ন দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

 

পরে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি সুবাস চাকমা, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি মো: আলী হোসেন, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এমএম জাহাঙ্গীর আলম এবং মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ মো: আলাউদ্দিন লিটন প্রমুখ বক্তব্য রাখেন।

 

বাংলাদেশ ছাত্রলীগের ইতহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে ছাত্রলীগে কোন মাদক সেবী, সন্ত্রাসীদের স্থান নেই উল্লেখ করে মাটিরাঙ্গার সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এলাকা ও দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হবে। নিজেদের মেধা আর যোগ্যতাকে মানুষের প্রয়োজনে ব্যবহার করতে হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান তারা।

 

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মো: কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় কলেজ ছাত্রলীগের কাজী ইব্রাহিম খলিল, ছাত্রলীগ নেতা মো: তছলিম উদ্দিন রুবেল ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগের মো: রমিজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

 

আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি কালাচান বণিক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক মো: তাজুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলামসহ আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *